Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

০১

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকর্মসূচী

ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার
নীচে বসবাস কারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ
 প্রশিক্ষন প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে 
তাদের জড়িতকরণ। এই কার্যক্রমের অধীনে
 ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে
 ক) দুই বছর ধরে খাদ্য ও
আর্থিক সুবিধা প্রদান করা হয়,
 খ) আয় বর্ধক সচেতনতা
বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়,
 গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ
প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা
প্রদান করা।

দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

৬ মাস

 

 

মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর
অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের
 মাসিক ৩৫০/- টাকা হারে দুই বৎসর
 মেয়াদে মাতৃত্বকালীন ভাতা
প্রদান করা হয়।

পলস্নী এলাকার দরিদ্র গর্ভবতী মহিলা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

২ মাস

 

মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

ক্ষুদ্রঋণকার্যক্রমেরআওতায়দুঃস্থ
অসহায়ওপ্রশিক্ষিতনারীদের
আত্মকর্মস্থানের
 লক্ষেক্ষুদ্রঋণপ্রদানকরা।

কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন প্রাপ্তির ১(এক)

 মাসের মধ্যে ঘুর্ণায়মান

ঋণ এবং বরাদ্দকৃত ঋণ

২ মাসের মধ্যে বিতরণ

 করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা